• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

নির্বাচন

নৌকার গণজোয়ার চলছে -মুজিবুল হক এমপি

  • ''
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

সাবেক রেলমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম আসনে আ’লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হক এমপি বলেছেন, গত দশ দিন বিভিন্নস্থানে ঘুরে ঘুরে দেখলাম নৌকার গণজোয়ার। ভোট উৎসবে মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। মানুষ অধীর আগ্রহে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মিয়াবাজার হাইস্কুল মাঠের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল কাশেম, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু তাহের, আ’লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক উপকমিটির সদস্য এম তমিজ উদ্দিন সেলিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল বারেক, ইসহাক খাঁন, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, অধ্যাপক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, সুপ্রীমকোর্টের আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, বীরমুক্তিযোদ্ধা শৈলপতি নন্দন চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

উজিরপুর ইউনিয়ন আ’লীগ নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামসেদ আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক এমপি আরও বলেন, আমার নেত্রী এবার ছাড়া আরও সাতবার আমাকে নমিনেশন দিয়েছেন। চারবার আমি পাস করেছি। ৩ বার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর সাহেব যিনি এখন বেঁচে নেই, তাহের সাহেব যিনি এখনো বেঁচে আছেন এবং আল্লাহ আরও বাঁচিয়ে রাখুন-আমার কাছে ফেল করেছেন। কাজী জাফর সাহেব, তাহের সাহেব তাদের দলের বড় নেতা কিন্তু এখন যারা আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে আমাকে গালাগাল করছে তারা কী তাদের চেয়েও বড় হয়ে গেছেন। আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। এ চৌদ্দগ্রামের মানুষ ভালো, তারা বুদ্ধি বিবেক খাটিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এবং যারা দলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছে তাদের বিচার করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads